আজিজুল ইসলামঃ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর আওতাধীন অর্থনৈতিক শুমারি,২০২৩-২০২৪ এর তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে আজ ৮ ডিসেম্বর। ‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৪ দিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জোনে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষনের! মেয়াদকাল ও ছিলো ৪ দিন ব্যাপী।
সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের এই প্রশিক্ষনে ৬ ডিসেম্বর শুক্রবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সুখেন কুমার পাল উপজেলা শুমারি সমন্বয়কারী (ইউসিসি) কুষ্টিয়া সদর।
প্রশিক্ষনে প্রশিক্ষক ও আগত অতিথি বলেন অর্থনৈতিক শুমারী একটি রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ কার্যক্রম। অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মো: রাকিবুল ইসলাম জোনাল অফিসার, আজিজুল ইসলাম আইটি সুপারভাইজার হরিনারায়নপুর ইউনিয়ন পরিষদে ৪ দিনের প্রশিক্ষণ রবিবার শেষ করেন।প্রশিক্ষণপ্রাপ্ত তালিকাদের মাঝে ট্যাব,ব্যাগ,কলম,ম্যাপ,পরিচয়পত্র প্রয়োজনীয় জিনিস পত্র তুলে দেন।
উল্লেখ্য যে, প্রতি দশ বছর পরপর অর্থনৈতিক শুমারি হয়ে থাকে, শেষ ২০১৩ সালে অর্থনৈতিক শুমারি সংঘটিত হয়েছিল। আগামী ১০-২৬ ডিসেম্বর চতুর্থ অর্থনৈতিক শুমারী পরিচালিত হবে।প্রশিক্ষণপ্রাপ্ত তালিকাকারীগণ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ১০/১২/২০২৪ ইং হতে উপজেলায় সকল খানা মানে ঘরে,ঘরে সকল ধরনের ছোট, বড় প্রতিষ্ঠানে ট্যাবলেট পিসির মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে।
এই শুমারির কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মোট ইকোনোমিক ইউনিটের সংখ্যা নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে সেসব ইকোনোমিক ইউনিটে তথ্য সংগ্রহের মাধ্যমে বিজনেস রেজিস্ট্রারসহ একাধিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page