সামছুল হক রুবেল
আমি বলবোনা দেশটা স্বাধীন হয়েছে,আমি বলবো দেশটা জুলুম মুক্ত হয়েছে।আপনার দলের দুঃসময়ে আপনি পালিয়ে গিয়েছেন,অথচ গত ১৬টি বছর যাবৎ "বাংলাদেশ জামায়াতে ইসলামী"র নেতাকর্মীরা আপনার নানান অত্যাচার-গুম-খুন ও জুলুমের স্বীকার হয়েছে।তবুও এ বিপ্লবী কাফেলার সৈনিকেরা নিজ মাতৃভূমি ছেড়ে আপনার মতো পালিয়ে যায়নি।সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলায় এসে শহীদ পরিবার ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এভাবেই মন্তব্য করেছেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান,তিনি আরও বলেন 'এ বিপ্লবী গণঅভ্যুত্থান কোন বিশেষ সম্প্রদায়ের নয়,বিশেষ দলের নয়,শুধু ছাত্র ছাত্রীদেরও নয়,বরং ছাত্র ছাত্রীদের নেতৃত্বে আপামর জনতার৷ এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াতের আমীর বলেন,আপনারা রাষ্ট্রের চোখ ও জাতির বিবেক,আমাদের মতো আপনারাও বন্দী জীবন কাটিয়েছেন, চাইলেও মনখুলে কলম ধরে লিখতে পারেননি,যারাই কলম ধরতে গিয়েছে তাদেরকেই বিভিন্ন ধরনের হুমকি ও গুম/খুনের স্বীকার হতে হয়েছে।তবে এখন আপনারাও স্বাধীনতা পেয়েছেন,এবার মনখুলে লিখুন,আমি যদি নিজেও ভুল করি আমাকেও ছার দিবেননা।
রবিবার সকাল ৯টায় জেলার কুমারখালী উপজেলার "আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক" অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভা শেষে কুষ্টিয়া জেলার মোট ১৪টি শহীদ পরিবারের হাতে নগদ ২লক্ষ টাকা করে সর্বমোট ২৮লক্ষ টাকা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page