কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধার্ঘ্য

সুজন মাহমুদঃ
মহান বিজয় দিবসে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযথ মর্যাদা,ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রেস ক্লাব’ এর নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পক্ষ থেকে ডিসি কোট চত্বরে স্মৃতিসৌধ ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় র্যালিতে অংশগ্রহণ ও অন্যান্য সকল কর্মসূচিতে অংশ নেন জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন – কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, সাধারন সম্পাদক দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি, কুষ্টিয়ার দর্পণের সম্পাদক মজিবুল শেখ, সহ-সভাপতি বাংলাভিশন ও দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলী, সহ-সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মন্জু, কোষাধ্যক্ষ আমার বার্তার প্রতিনিধি এনামুল হক, দপ্তর সম্পাদক ডেইলি সানের প্রতিনিধি রেজাউল করিম রেজা, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রবিউল আলম ইভান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক দেশ বাংলার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হায়দার আলী, দৈনিক আলোর বার্তার জেলা প্রতিনিধি আহসান আলী,দৈনিক সময়ের দিগন্ত সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস,দৈনিক জন মতামত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আজিম পারভেজ,দৈনিক জন মতামত পত্রিকার বার্তা সম্পাদক ও অনলাইন আজকের হাওয়া সম্পাদক” সুজন মাহমুদ সহ প্রমুখ।