নিউজ ডেক্সঃ
কুষ্টিয়া জেলাযুব দলের সমন্বয়ক আব্দুল মাজেদের সুনাম ক্ষুন্ন করতে পাশাপাশি নিজেদের স্বার্থহাসিলের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল।আব্দুল মাজেদের সুনাম কুষ্টিয়া ব্যাপী ছড়িয়ে পড়লে। তাকে ঘিরে শুরু গভীর সমালোচনা তার সুনাম নষ্ট করতে তার নামে কুৎসিত এবং একটি ভিডিও ফুটেজ এডিট করে মিডিয়া জগৎ ভাইরাল করে একটি কুচক্রী মহল।তার নামে বিভিন্ন ভুল ভাল তথ্য দিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছে বলে কুষ্টিয়ার বিএনপি নেতা কর্মিরা ও সর্বস্তরের জনগণ উল্লেখ করছেন।নেতা কর্মিরা জানান আব্দুল মাজেদ ভাই সহজ সরল একজন ভদ্র পরিবারের সন্তান। তিনি কুষ্টিয়া জেলার সকল শ্রেনীর মানুষের সাথে খুবই বিনয়ের সাথে কথা বার্তা বলেন। তার চলাফেরা ও তার ব্যবহার উপজেলার কোন মানুষ কোনদিন কষ্ট পেয়েছে এটা আমাদের জানা নেই। তিনি সদর উপজেলার কোন মানুষ যে কোন ধরনের বিপদে পড়লে তিনি শোনামাত্র দূরত্ব এসে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করেন।শৈরাশাসক শেখ হাসিনার পদত্যাগের পর এলাকাতে এলাকাতে গিয়ে সাধারন জনগন কোন ব্যক্তি হামলা মামলার শিকার না হয় সেদিকে কঠোর পদক্ষেপ নিয়েছেন।তার নির্দেশে ছাত্রদল,যুবদল গ্রামে ও মন্দির পাহারা দিয়েছে। তিনি তার নিজ ইউনিয়নের যুবকদের মাদক থেকে দূরে রাখতে খেলাধূলায় মনযোগী করতে নিজ অর্থায়নে ইউনিয়নের যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী প্রদান করেন । তিনি সদর উপজেলা থেকে মাদক নির্মূল করতে গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে নিয়ে অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি তার ভালো কাজ গুলোর মধ্যে দিয়ে অল্প সময়ের মধ্যেই সদর উপজেলা ব্যাপী সকল শ্রেনীর জনগণের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আর তার এই ভাল কাজ গুলো একটি কুচক্রী মহল সহ্য করতে না পেরে পাশাপাশি তাদের নিজেদের স্বার্থহাসিলের জন্য আব্দুল মাজেদের নামে মিথ্যা বানোয়াট কুকিৎসা রটিয়ে বেড়াচ্ছে। আমরা মাজেদের মত একজন ভালো লোক নামে এধরনের মিথ্যা বানোয়াট কুকিৎসা সহ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানাই।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page