দুর্বাচারা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ

তিতাস আহম্মেদঃ
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিলো।
১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে।
সকাল ৮ঃ৩০ ঘটিকার সময় কুষ্টিয়া দূর্বাচারা প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে শহীদ মুক্তি যোদ্ধাদের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী আফিসার পার্থ প্রতীমশীল, সহ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন শাসছদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সাবু বীন ইসলাম সাবু।
আরও উপস্থিত ছিলেন ১০ নং উজানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা সহ দূর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি়ল্লাল হোসেন সহ ইবি থানার ভারপ্রাপ্ত ওসি মামুনূর রহমান।
এসময় জাতীয় সংগীতের সংগে জাতীয় পতাকা উত্তোলন করলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী আফিসার পার্থ প্রতীমশীল শিক্ষা আফিসার শামীম আহম্মেদ ও ছানোয়ার হোসেন মোল্লা। মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন শাসছদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান হামিদুর রহমান,
পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান ও মহান আল্লাহ তায়ালা কাছে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।