দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাকারবারিদের হামলায় ছোটন (৩৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার টার দিকে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া আশ্রয়ণ কলোনীতে হামলা ও গুলিবিদ্ধ হওয়ার এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও ধারাল অস্ত্রের আঘাতে আহত ছোটন সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের কামুর ছেলে।
এজাহার ও স্থায়ীয় সূত্রে জানা যায়, আহত ছোটন মন্ডল (৩০) মাঠে কৃষি কাজ করিয়া জীবিকা নির্বাহ করে। আসামী জনির সাথে তার পূর্ব শত্রুতা থাকায় ছোটন ও তার পরিবারের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দেয় এবং খুন জখম করার উপযুক্ত সুযোগ খুজিতে থাকে। এবং বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় তার নিজ ঘরে শুয়ে সময় আসামী জনি (৩২) শহর (২৪), রুবেন(২২) সহ দুই তিন জন তার বাড়িতে এসে পরিকল্পিত ভাবে হাতে বিভিন্ন ধরনের দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পিস্তল) সহ ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করেন ও দুই রাউন্ড গুলি ছোড়েন।এসময় নিজ ঘরে থাকা ছোটন মন্ডলের পায়ে লক্ষ্য করে গুলি ছোড়লে তিনি গুলিবৃদ্ধ হন।
আহত ছোটন মন্ডলের মা বলেন, আমার ছেলে তার ঘরে শুয়ে ছিল। হঠাৎ করে কয়েক এসে আমার বাড়িতে হামলা করেন ও আমার ছেলেকে লক্ষ্য করে গুলি করেন। এখন আমরা নিরাপত্তাহিনতায় আছি। আমি আসামীদের সুষ্ঠু বিচার চাই।
উল্লেখ্য, ভারত থেকে ফেনসিডিলের চালান পাচারকালে বিজিবি'র অভিযানে তা ধরা পড়ে। তাদের ধারণা বিজিবিকে তথ্য দিয়ে ফেনসিডিলের চালান ধরিয়ে দিয়েছে গুলিবিদ্ধ ছোটন।
ঘটনাটি দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page