কুষ্টিয়া দৌলতপুরে বজ্রপাতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত

সামছুল হক রুবেল। ।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে মাঠে কাজ করার সময় বজ্রপাতে চারজন নিহত পরিবারের কাছে তাৎক্ষণিক ছুটে যান জামায়াতের নেতৃবৃন্দ।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমসহ জেলা নেতৃবৃন্দদের একটি টিম নিহতদের পরিবারের কাছে ছুটে যান সমবেদনা জানাতে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।