কে এম শাহীন রেজা॥
জমিজমা সংক্রান্তের জের ধরে কুষ্টিয়া দৌলতপুরের খলিশকুন্ডি পূর্ব মন্ডলপাড়ার নাজিম মন্ডলের নেতৃত্তে হত্যার উদ্দেশ্যে শরিফুল ইসলাম মন্ডল ও শেহেরুল ইসলামকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে উক্ত এলাকার শিপন, মাহাবুল, সুমি ও কুমকুম গংরা। এ বিষয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় এজাহার দায়ের করেন আহত শেহেরুল ইসলামের স্ত্রী ছাবিনা ইয়াসমিন।
বাদীর এজাহার সূত্রে জানা যায়, গত ১৯শে জুলাই আনুমানিক বিকাল তিন ঘটিকার সময় জমিজমা ও মাদক ব্যবসার প্রতিবাদ সংক্রান্তের জের ধরে দৌলতপুরের খলিশকুন্ডি পূর্ব মন্ডলপাড়ার নাজিম মন্ডলের নেতৃত্তে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল মন্ডলের ছেলে নাজিম মন্ডল (৫০), মৃত সিরাজ মন্ডলেন ছেলে শিপন (৩০) ও মাহাবুল (৪৫), শিপনের স্ত্রী সুমি খাতুন (২৭) ও অজ্ঞাত মাহাবুলের স্ত্রী কুমকুম সহ আরো ১০/১২ জন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একই এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম মন্ডলের বাড়ীর সামনেই তাদের উপর এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করতে থাকা অবস্থায় তাদের শোর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আসামীদ্বয় খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। তাদের আঘাতে শরিফুল ইসলাম মন্ডল ও শেহেরুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম হয়। তাৎক্ষনিক স্থানীয় জনগন তাদেরকে উদ্ধার করে এ্যম্বুলেন্স যোগে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও হাসাম ইমামের সাথে কথা হলে তিনি বলেন, তারা এখনও শঙ্কামুক্ত নয় তবে তাদেরকে সিটি স্ক্যান করতে বলা হয়েছে। এ বিষয়ে শেহেরুল ইসলামের স্ত্রী ছাবিনা ইয়াসমিন বাদী হয়ে কুষ্টিয়া দৌলতপুর থানায় নাজিম মন্ডল, শিপন, মাহাবুল ও সুমি ও অজ্ঞাত মাহাবুলের স্ত্রী কুমকুম সহ আরো ১০/১২ বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বর্তমানে উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোন সময় আরো ধরনের সহিংসতার আশংখ্যা করছে করছে এলাকাবাসী। তবে দৌলতপুর থানা পুলিশ উক্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page