কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

মিলন আলীঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার সকালে ১১ টায় দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মোঃ জাকির হোসেন সরকার। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল এর সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।আগামীতে যোগ্য নেতাদের নতুন কমিটিতে জায়গা হবে বলে জানানো হয়।