মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

কুষ্টিয়া বটতৈল ক্যানালপাড়ায় অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় জনতার হাতে কপোত-কপোতী আটক

বার্তা ডেক্স: / ৭৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ২০নং ওয়ার্ড পৌর ক্যানার পাড়ার আনুর ছোট বউ এর বাড়িতে অনৈতিক কাজ করতে গিয়ে। জনতার হাতে গ্রেফতার হয়,কুষ্টিয়া মিরপুরে ছাতিয়ান ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে ছদ্দনাম আব্দুর জব্বার ও একই ইউনিয়নের রবজেল মেয়ে ছদ্মনাম শিলা। স্থানীয় জনগনের বরাত দিয়ে জানাজায় অদ্য ২৫/০১/২৪ তারিখ সকাল ১০ঘটিকার সময় তারা দুজনে ক্যানালের উপর আনাগোনা করতে ছিল।পরে আনুর ছোট বউ বাড়িতে এসে ঘরের তালা খুলে দিয়ে ঘরে প্রবেস করিয়ে দিয়ে বাহির থেকে তালা মেরে পাহাড়া দিতে থাকে। জনসাধারনের মনে সন্দেহ হলে।স্হানীয় কিছু লোক সেখানে হাজির হয়ে দরজা খুলতে বললে তারা দরজা খুলতে নারাজ হলে, জোরপূর্বক দরজা খুলে দুজনে অনৈতিক অবস্থায় হাতে নাতে ধরে।তাদেরকে জিজ্ঞাসা বাদ করলে প্রথমে স্বামী স্ত্রী পরিচয় দিলেও পরে সকল তথ্য বেড়িয়ে আসতে খাকে।তারা কাজীকে ডেকে বিয়ের ব্যবস্থা করলেও।টেরপেয়ে যায় স্থানিও ক্যাডার বাহিনী। জানাজায় সাইদুল ও মুসলির ছেলে লালন সহ অজ্ঞাত চারপাঁচ জন ধরাপরা ব্যক্তির আত্মীয়দের সাথে করতে থাকে দেনদরবার।পরে ১০হাজার টাকা বিনিময়ে হয় রফাদফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page