ডেক্সঃ
কুষ্টিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড বারখাদা কালিতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বারখাদা সুপার লিগ সিজন ২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টি২০ খেলায় স্পন্সার করে প্রায় ২০ টির মত প্রতিষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাজহারুল ইসলাম রমজান। উক্ত ক্রিকেট খেলার আয়োজক রেজাউল ইসলাম রেজা। আরও উপস্থিত ছিলেন টাইগার শোয়েব, অ্যাডভোকেট মোসাদ্দেক আলি মনি, অতিরিক্ত সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়া, মীর আইয়ুব হোসেন, নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়া। সাব্বির মোহাম্মদ কাদেরী সজু, নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়া। বারখাদা হাই স্কুলের প্রধান শিক্ষক আনসার আলী। বারখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুমন আলী। হোসেন মালিথা , মীর তৌবারক হোসেন পাঞ্জু ।,হারুন অর রশিদ, আনাস, রাসেল, আতিক, সাবিত, আদনান, মহিদুল, রিপন, ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার জনসাধারণ ও ক্রিকেটপ্রেমী সদস্যবৃন্দ। আনন্দ উল্লাসে মুখরিত ছিল বারখাদা হাই স্কুল ক্রিকেট খেলার মাঠ প্রাঙ্গণ। রঙিন সাজে সাজিয়েছে পুরো মাঠ। ক্রিকেট সম্প্রচারের জন্য যা কিছু দরকার তার পরিপূর্ণটাই আছে এই ক্রিকেট মাঠে। হাজার হাজার দর্শক শ্রোতা ক্রিকেট খেলা দেখার জন্য ভিড় করেছে এই মাঠের চারদিকে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page