কুষ্টিয়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই গবাদি পশু

তিতাস আহম্মেদঃ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মিদ্দাপাড়া এলাকার খবির উদ্দীনের বসতবাড়ি সহ গোয়ালঘর বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই ০২/০২/২০২৫ ইং তারিখ রাত ৮ঃ৩৫ মিনিটের দিকে আগুনে পুড়ে ছাই হয় মধ্যবিত্ত পরিবারে গাভী গরু,ছাগল সহ মোটর সাইকেল।
স্থানীয় সূত্রে জানা যায়,আমরা দোকানের উপরে ছিলাম,হটাৎ দেখি আগুন গোয়াল ঘরে, আমরা তাৎক্ষণিক গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি,তবুও আমাদের চোখের সামনে গোয়ালসহ দোকানের মালামাল রাখার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়,তবে এ আগুন কোন চুলা বা লাগানো আগুন না বলে আমরা মনে করছি, এটা শর্ট সার্বিক হতে পারে,ক্ষয়ক্ষতির পরিমান নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা সহ ২ লক্ষ টাকার একটি গাভী গরু এবং ৭ মাসের গাভী ছাগল ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে আমরা নিজেরাই চেষ্টা করি আগুন নিভাতে, গাভী বের করতে তবে আগুনের তাপে কাছে আমরা ব্যর্থ হয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আফিসে ফোন দিলে তারা আসতে আসতে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।