কুষ্টিয়া মধুপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুয়েল রানাঃ
কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নের মধুপুর গ্রামে মিতালী ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ই ফেব্রুয়ারি বিকেলে মধুপুর হদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতাউর রহমান আতা – চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, কুষ্টিয়া এবং সাধারণ সম্পাদক শহর আওয়ামী লীগ, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান বিকাশ – যুগ্ম সাধারণ সম্পাদক,সদর থানা আওয়ামী লীগ, কুষ্টিয়া। আলী হায়দার স্বপন মাস্টার – চেয়ারম্যান ১১ নং আবদালপুর ইউনিয়ন পরিষদ। শাহাবুদ্দিন স্বপন – শ্রমবিষয়ক সম্পাদক, সদর আওয়ামী লীগ,কুষ্টিয়া।শহিদুল ইসলাম – বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সদর আওয়ামী লীগ, কুষ্টিয়া।গোলাম মোস্তাক – সাধারণ সম্পাদক ১১ নং আবদালপুর ইউনিয়ন পরিষদ।জাকির হোসেন – সদস্য সদর আওয়ামী লীগ, কুষ্টিয়া।মিজানুর রহমান মিজু – সাধারণ সম্পাদক, সদর যুবলীগ, কুষ্টিয়া। মিতালী ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার সভাপতিত্ব করেন: শেখ মোঃ আরব আলী – সভাপতি,১১ নং আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: লাভলু জোয়ার্দার – যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ নং আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। মিতালী ক্লাব আয়োজিত ফুটবলের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শান্তিডাঙ্গা ফুটবল ফেডারেশন বনাম হাজী মহসিন ক্লাব পিয়ার পুর।হাজী মহসিন ক্লাব শান্তিডাঙ্গা ফুটবল ফেডারেশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেয় এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হয় মিতালী ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।