আশিক আলী :
কুষ্টিয়া মিরপুরে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে মোটরসাইকেল মহড়া দেওয়ায় দোয়াত কলম প্রতীকের তিনজন সমর্থককে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (১১ মে) মিরপুর পৌরসভার বাস স্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল মহড়া থেকে দুটি মোটরসাইকেল আটক করে তিনজনের নিকট হতে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
এ সময় তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদিন মিরপুর উপজেলা প্রশাসন আচরণবিধি পর্যবেক্ষণ করছে। কোন প্রার্থী কিংবা তাদের সমর্থকগণ আচরণবিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page