কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সামছুল হক রুবেল।।
কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন শাখার উদ্যোগে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জোমারত আলি ও মিরপুর উপজেলা জামায়াতে আমীর খন্দকার রেজাউল করিম মিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি জন নেতা কুদ্দুস আলি শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি বাংলাদেশ ইসলামি ছাএশিবিরের কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি মেহেদী হাসান মকুল। সভাপতিত্ব করেন পোড়াদহ ইউনিয়ন জামায়াতের আমীর মো: বাবলু হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








