কে এম শাহীন রেজা,
শিক্ষা শান্তি প্রগতি’ ক্রীড়া দেয় সুস্থ দেহ, সুন্দর মন প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। গত শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী মিলপাড়া মোহিনী মোহন বিদ্যাপীঠের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহিনী মোহন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন মালিথা। সঞ্চালনা করেন বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যা পীঠের পরিচালনা পর্ষদ সভাপতি শওকত ওসমান মিষ্টি, বিদ্যা পীঠের সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি নীরেন্দ্র নারায়ন, কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলতাফ হোসেন। এসময় প্রধান অতিথি কুতুব উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি। পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রধান বক্তা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকান্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page