বার্তা ডেক্সঃ
প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ।এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত,যানবাহন চালনা প্রশিক্ষন প্রকল্পের ২০২৩-২৪ অর্থ বছরের ১০ম ব্যাচের (এপ্রিল-২০২৪) প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার প্রশিক্ষণ কার্যালয়ে এ প্রশিক্ষণ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান আলীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী প্রশিক্ষক মোহাম্মদ শামিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়ার ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহমুদ,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাদিকুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী প্রশিক্ষক মোহাম্মদ রবিন হোসেন,মোহাম্মদ রুবেল মিয়া প্রমুখ। সর্বোপরি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ড্রাইভিং শিক্ষার বই বিতরণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page