বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

কুষ্টিয়া রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও পুরষ্কার বিতরণী অনুষ্টান-২০২৪ অনুষ্ঠিত

Reporter Name / ২৮২ Time View
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

 তিতাস আহম্মেদঃ

কুষ্টিয়া রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও পুরষ্কার বিতরণী হয়ে গেল, এসময় উক্ত স্কুলের শিক্ষার্থীরা, দৌড়, ঝাপ, গোলপ নিক্ষেপ, মরোগ যুদ্ধ, ইত্যাদি খেলা ও কৌতুক, নাচ, গান, সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ দেন এতে মুগ্ধ হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি বিন্দু ও শিক্ষক মহাদয় গণ। কুষ্টিয়া জেলা শহর হতে দক্ষিণে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের ১৫ কিঃমি দূরে বিত্তিপাড়া বাজার হতে পূর্ব দিকে বিত্তিপাড়া মৃত্তিকাপাড়া সড়ক পথে ৩ কিঃমি দূরে রনজিতপুর যা সদর উপজেলার ইবি থানার অন্তর্গত ১০ নং উজান গ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একটি ছোট্ট গ্রাম। সেখানেই গড়ে উঠেছে ইং ০১-০১-১৯৯৫ তারিখ হতে প্রস্তাবিত রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সমাজ উন্নয়ন গবেষণা গবেষণা প্রতিষ্ঠান এন্ড এসএসসি ভকেশনাল ইনিষ্টিটিউট,প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডাঃ খন্দকার আবু দাউদ,তথা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে শুরু হয়। ০১-০১-২০০২ থেকে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের এস. এস. সি পরিক্ষা দেওয়ার অনুমতি পায়।প্রতিষ্টানে তিনটা বিভাগ আছে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য। বর্তমানের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন (বিএসসি,এম. এড)। সংস্কৃতি চর্চা বর্তমানে মৃতপ্রায়, যা আছে তা নিঃষ্প্রাণ কলুষিত ও কুসংস্কারাচ্ছান্ন। লেখা পড়া পাশাপাশি বিনোদনের প্রয়োজন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিথ ছিলেন জনাব ডা মোঃ বসির উদ্দিন সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান সহকার অধ্যাপক মেহেরপুর সরকারী কলেজ, জনাব মোঃ সানোয়ার হোসেন মোল্লা চেয়ারম্যান ১০ নং উজান গ্রাম ইউনিয়ন পরিষদ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ১০ নং উজান গ্রাম ইউনিয়ন কুষ্টিয়া সদর কুষ্টিয়া। জনাব মোঃ গোলাম রসূল এস আই পুলিশ প্রশাসন। আনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডাঃ খন্দকার আবু দাউদ (প্রতিষ্ঠাতা- সভাপতি রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড এস.এস. সি ভকেশনাল)। এছাড়া উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মহাদয় সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,মোঃ ইসমাই হোসেন ( সহকারী শিক্ষক শরীর চর্চা) মোঃ জামশেদ আলী( সহকারী শিক্ষক কৃষি)মোঃ নাসির আহমেদ( সহকারী শিক্ষক ধর্ম) মোঃ রাকিবুল ইসলাম মোছাঃ উম্মে হামিদা বাণু( সহ শিক্ষক বাংলা) মোছাঃআসমা আক্তার ( সহঃ শিক্ষক ইংরেজি) মোছাঃ শামিমা খাতুন ( সহ শিক্ষক বাংলা) মোছাঃ চামেলী পারভিন( সহ শিক্ষক ইংরেজি) মোছাঃ শিউলি পারভীন( সহঃ শিক্ষক ইংরেজি) মোছাঃ রজিনা খাতুন ( সহ শিক্ষক সমাজ) মোঃ গোলাম মোস্তফা( সহঃ শিক্ষক কম্পিউটার) মোঃ আজিবুর রহমান( সহঃ শিক্ষক,মোঃ সুজন ইসলাম,মোঃ এখলাসুর রহমান, মোঃ মনিরুল ইসলাম সহ মোঃখেলাফত আলী( আফিস সহকারী) মোঃ মাসুদুর রহমান( দপ্তর) সহ শিক্ষক মহল আরও উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়টি প্রতুষ্ঠাকল্পের এডহক কমিটির সদস্য মোঃ বজলুর রহমান, মোঃ মঈন উদ্দিন বিশ্বাস( সাবেক চেয়ারম্যান উজানগ্রাম ইউনিয়ন পরিষদ) । এছাড়া উপস্থিত ছিলেন ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো সবুর আলম, মোছা: শারমিন খাতুন, শাবানা আক্তার। এসময় প্রধান অতিথি বলেন আমি খুবই অনন্দীত, আজ আমাকে এই স্কুলের প্রধান অতিথি করাই। আমি সর্ব অবস্থায় আপনাদের পাশে আছি ও থাকবো ইনশাআল্লাহ। এছাড়া উজানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা বলেন স্কুল থেকে মাধপুরের মাঠের মধ্য দিয়ে যে রাস্তাটা আছে মাটির এটা দ্রুতই পাকা রাস্তা করার উদ্যোগ নিয়েছে এবিষয়ে কাজ চলমান অতি দ্রুতই হবে ইনশাআল্লাহ। আরও বলেন এই স্কুলের প্রতি আমার অনেক দায়িত্ব আছে আমি এই বিদ্যালয়কে যত দূর পারি অগ্রগতি করার চেষ্টা করব। এবং আগের থেকে বর্তমানে স্কুলের পরিবেশ ও শিক্ষার মান ভালো হয়েছে বলে জানান। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মূলক বক্তব্য রাখেন ও আগামীর দিনগুলো ভালো ফলাফল ও বিদ্যালয়ের সুনাম অক্ষণ রাখতে সবাইকে তাগিদ দেন। অতিথীদের হাত থেকে বিজয়ীদের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পাপ্তি হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page