কুষ্টিয়া রেনউইক এন্ড যজ্ঞেশ্বর কোং এর অবসর প্রাপ্ত শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন

সেলিম রেজা সালামঃ
২৭ শে ফেব্রয়ারী ২০২৪ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের রেনউইক মোড়ে বকেয়া গ্রাচ্যুইটির পাওনা টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন এর আওতাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে২০১৬সাল থেকে অদ্যবধি অবসরপ্রাপ্ত প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্ত্তা তাদের চাকরির জমানো টাকা দ্রুত বুঝে পাওয়ার জন্য আন্দোলন এর অংশ হিসাবে কুষ্টিয়া রেনউইক এন্ড যজ্ঞেশ্বর মিলগেটে মানববন্ধন ও বিক্ষোভসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যান সমিতি আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কল্যান সমিতির সহ সভাপতি, কুষ্টিয়া রেনউইক এন্ড যজ্ঞেশ্বর এর অবসরপ্রাপ্ত সহকারী ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ইয়াকুব আলী সাহেব এর পরিচালনায় বক্তব্য রাখেন রেনউইক এন্ড যজ্ঞেশ্বর সি বি এ এর সভাপতি মোহাম্মদ সেলিম রেজা রিপন, সাধারণ সম্পাদক মুহঃ জাফর ইকবাল, সাবেক সভাপতি মোঃ মুরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,সাবেক প্রচার সম্পাদক মোঃ সরওয়ার হোসেন সাবেক কর্মকর্ত্তা মোঃ তোফাজ্জল হোসে চৌধুরী, মোঃ রেজাউল ইসলাম, মোঃ দেলোয়ার ইসলাম সহ ভুক্তভোগী শ্রমিক কর্মকর্ত্তাগন।
এ সময় বক্তাগন বলেন মানুষ চাকরিতে বহাল থাকার সময় নিজের কষ্টার্জিত পয়শা থেকে তিল তিল করে গ্রাচ্যুইটির টাকা সঞ্চয় করে যাতে অবসরকালিন সময় টা একটু ভালো ভাবে কাটাতে পারে, কিন্তু দুঃখের বিষয় সেই গ্রাচ্যুইটির জমানো টাকায় এখন আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে, আমরা অবিলম্বে আমাদের পাওনা গ্রাচ্যুইটি সহ সকল বকেয়া পরিশোধের দাবি জানাচ্ছি, তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের মধ্যামে দাবি আদায়ে বাধ্য করা হবে।