কুষ্টিয়া শহর জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও বাংলাদেশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত দাওয়াতী দশকে জেলা শহর থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড প্রর্যন্ত নতুন সদস্য সংগ্রহে কাজ করেছে কুষ্টিয়া জেলা জামায়াত।এরই ধারাবাহিকতায় কুষ্টিয়াতে নতুন সদস্যদের নিয়ে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।কুষ্টিয়া শহর জামায়াতের আয়োজনে উক্ত সহযোগী সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
কুষ্টিয়া শহর আমীর ও সাবেক ছাত্রনেতা এনামুল হকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও সদর আসনের এমপি প্রার্থী অধ্যাপক ফরহাদ হুসাইন প্রমূখ, কুষ্টিয়া জেলা সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি মাজাহারুল হক মমিন প্রমূখ।
সমাবেশ বক্তব্যা হাসিনা সরকরের নানা অনিয়মের ও দূর্নীতির কথা তুলে ধরেন। এছাড়াও জামায়াত ক্ষমতাতে আসলে আগামীর বাংলাদেশ গড়া হবে ইনসাফ ভিক্তিতে বলেও জানানো হয়।
সেসময় কয়েক হাজার নেতাকর্মীদের শুভেচ্ছাও জনানো হয়