কুষ্টিয়া-৩ খেলাফত মজলিসের(এমপি) প্রার্থী মাওলানা আব্দুল লতিফ খান

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া-৩ আসনে সংসদ সদস্য (এমপি) পদে মনোনীত করেছে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, কুষ্টিয়া জেলা সভাপতি ও শায়খুল হাদীস মাওলানা আব্দুল লতিফ খানকে।
নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, “ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন একটি সঠিক সিদ্ধান্ত। তবে শুধুমাত্র তারিখ ঘোষণা করলেই হবে না, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।”
শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বিশাল শোডাউন আয়োজন করে খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। শোডাউনটি শুরু হয় আইলচারা বড় মাদ্রাসা থেকে, পরে ঝাউদিয়া ও মনোহরদিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।
এ সময় মাওলানা লতিফ খান বলেন, “নির্বাচনকে অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। জনগণের অংশগ্রহণ এবং পর্যবেক্ষণমূলক গণমাধ্যম পরিবেশের মধ্য দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
তিনি আরও বলেন, “নির্বাচনের তিনটি মৌলিক শর্ত—নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন, নিরাপদ ভোট পরিবেশ ও সমান সুযোগ—পূরণ না হলে জনগণের আস্থা ফিরে আসবে না।
আয়োজিত শোডাউন ও জনসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ আরিফুজ্জামান, সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম, মাওলানা আব্দুল মতিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলাফত মজলিসের নেতারা বলেন, “দেশে একটি গণতান্ত্রিক, নিরপেক্ষ ও ফ্যাসিবাদমুক্ত নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে প্রধান উপদেষ্টার সদিচ্ছাকে বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর সংলাপ এবং প্রাসঙ্গিক সংস্কার অপরিহার্য।