খাজানগরে মালিকানা জমির সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছে আওয়ামীলীগ নেতা খোরশেদ- মতি

সামসুল হক রুবেলঃ
খাজানগরে মালিকানা জমির সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছে বটতৈল ইউনিয়ন ৯ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ ঢালি- মতি সর্দার। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জমির মালিক বজলুর রহমান।
অভিযোগ সুত্রে জানাযায়, কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর চাষি ক্লাব সংলগ্ন বাইতুল হামদ জামে মসজিদের সামনে মো: বজলুর রহমানের ক্রয়কৃত ২৯৮৮ ক্ষতিয়ানের বড় আইলচারার ৪৪ নং মৌজার ১৩১১৫ নং দাগের ৩ শতক জমি রয়েছে। যা বর্তমানে ব্যাংকের কাছে মর্গেজ দেয়া রয়েছে।
উক্ত জমিতে সীমানা প্রাচীর দেয়ার ইট সহ অন্যান্য মালামাল প্রস্তুত করে গত ৩০ মার্চ শনিবার নির্মাণ শ্রমিক দিয়ে প্রাচীর নির্মাণ শুরু করলে স্থানীয় আওয়ামীলীগ নেতা খোরশেদ ঢালি ও মতি সর্দার বাধা দেয় এবং প্রাচীর দিলে তা ভেঙে গুড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে চলে যায়। কাজ চলা অবস্থায় দুপুর আড়াই টার দিকে পুনরায় এসে তারা প্রাচীর (বাউন্ডারি) ভেঙে ফেলা হবে হুমকি দিয়ে চলে যায়। এর পরও শ্রমিকরা মালিকের নির্দেশে কজা অব্যাহত রাকে।
পরের দিন রোববার ৩১ মার্চ) ২০২৪) সকাল সাড়ে ৮ টার দিকে জমির মালিক সরেজমিনে গিয়ে বাউন্ডারি (সীমানা প্রাচীর) ভাঙ্গা ও ইট সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। এতে ১ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করে থানায় একটি লিখিত অভিযোগ দ্যায়ের করেন জমির মালিক বজলুর রহমান। কিন্তু কোন উদ্দেশ্যে কি কারনে প্রাচীর ভেঙে দিয়েছে তা জানা যানি।
এ ব্যাপারে খোরশেদ ঢালির সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
মর্তি সরদার মুঠো ফোনে বলেন, প্রাচীর নির্মাণে আমি এবং মসজিদ কমিটির অনেকেই নিষেধ করেছিলাম।। কেননা মসজিদে জায়গাটি নেয়ার জন্য তাকে প্রস্তাব দেয়া হয়েছে। আবারও শ্রমিকরা নির্মাণ কাজ করে চলে যায় । পরে কারা প্রাচীর ভেঙেছে সেটা জানি না এবং ভাঙার সময় আমি সেখানে ছিলামও না। ছেলে ফেলে ভেঙে দিতে পারে।