খাজানগরে রুশিয়া মেম্বারের ঈদ উপহার শাড়ি-থ্রিপিস পেলেন নারী কর্মিরা

সামছুল হক রুবেল।।
কুষ্টিয়া সদর উপজেলার ৪নং বটতৈল ইউনিয়ন ৭-৮-৯ (সংরক্ষিত মহিলা আসন) ওয়ার্ডের মেম্বার রুশিয়া খাতুনের ঈদ উপহার শাড়ি থ্রি পিস পেলেন এলাকার প্রায় শতাধিক নারী কর্মি। শনিবার (৩০ মার্চ) সকালে নিজ বাড়িতে তাঁর কমীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঈদের উপহার হিসাবে শাড়ি ও থ্রি পিস বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাবেক যুবলীগ নেতা কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এফ এম এনামুল হক, বটতৈল ইউপি ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হালিম মোল্লা সহ স্থানীয় নেতাকমীরা।
এফ এম এনামুল হক বলেন রুশিয়া মেম্বার আজ তার নিজ উদ্যোগ কমীদের মাঝে ঈদের উপহার তুলে দিলেন। এটা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মতো সমাজের যারা প্রতিনিধি আছেন স্থানীয় চেয়ারম্যান ও অন্যান্য মেম্বার যদি এই রকম উদ্যোগ নেন তাহলে কমীরা তাদের কাজের উৎস পাবে।
রুশিয়া মেম্বার বলেন, ঈদ উপলক্ষে আমার এইটুকু সামান্য উপহার কমীদের মাঝে দিতে পেরে আনন্দ পাচ্ছি। এই কমীদের জন্য আজ আমি মেম্বার হতে পেরেছি। তাদের যখনই ডাকি তারা সংসারের কাজ ফেলে এসে আমার সাথে কাজ করে। আমাকে ভালো কাজ করতে উৎসাহিত করেন।
ঈদ কে সামনে রেখে ঈদ উপহার পেয়ে কর্মিরাও খুশিতে আত্মহারা হয়ে পড়েন। উপহার হিসেবে শাড়ি -থ্রি পিচ পাওয়ার পর কর্মিদের কেউ কেউ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রুশিয়া মেম্বারের ভূয়সী প্রশংসা করেন এবং তার সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। এ ছাড়াও ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তারা।