সামছুল হক রুবেলঃ
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন খাজানগরে Safe Khajanagor Foundation এর সভাপতি তানভীর রানা সেক্রেটারি ইলিয়াস হোসেন জুবায়ের করে কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি একটি অরাজনৈতিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।
খাজানগরে পরিবেশ রক্ষা, দারিদ্র্য দূরীকরণ, রক্তদান,সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠান এই পাঁচটি লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। অত্র এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সংগঠনটি বদ্ধ-পরিকর।এই সময় উপস্থিত ছিলেন উত্তরণ একাডেমিক কেয়ারের পরিচালক আবুল বাশার,জাগরণী কোচিং সেন্টারের পরিচালক লিটন আলী এবং মেধা বিকাশ শিক্ষা জোনের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন সহ স্থানীয় যুবক ছাএরা উপস্থিত ছিলো
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page