খুলনাগামী‘ কপোতাক্ষ এক্সপ্রেস’’ট্রেনে যৌথ বাহিনীর অভিযান

সেলিম রেজা রনি:
খুলনাগামী‘ কপোতাক্ষ এক্সপ্রেস’’ট্রেনে থেকে ও যৌথ টাস্কফোর্স অভিযানে ২৩ লক্ষ্য টাকার হেরোইন ও ভারতীয় কসমেটিকস উদ্ধার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)
কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ভারতীয় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। বিজিবির দাবি, উদ্ধার হওয়া এই ভয়ঙ্কর মাদকের বাজারমূল্য প্রায় ২০,০০,০০০ /-(বিশ লক্ষ) টাকা। গতকাল সোমবার বিকেল ৪ টা৪৫ মিনিটে মিরপুর রেলস্টেশনে এই অভিযান চালায় বিজিবি সদস্যরা।
রাত সাড়ে ৯টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান
তিনি জানান, আমাদের কাছে একটি তথ্য ছিল যে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভারতীয় হেরোইন, এর
একটি বড় চালান খুলনায় পাচার করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মিরপুর রেলস্টেশনে অবস্থান নেন এবং ট্রেনটি পৌঁছানোর পর দ্রুত তল্লাশি শুরু করেন বিজিবি। দীর্ঘ সময় ধরে তল্লাশি করে ট্রেনের একটি কামড়ায় বিশেষ ভাবে রাখা মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১কেজি হেরোইন উদ্ধার করা হয়।
অদ্য ০৩ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলা বাজার এলাকায় জনাব ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি),এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দৌলতপুর, কুষ্টিয়া এর নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য এবং ০৩ জন পুলিশ সদস্যের সমন্বয়ে সাইদুর ষ্টোর, শরিফুল ষ্টোর, মোস্তাফা ষ্টোর, বাবু ষ্টোর এবং তামিম ষ্টোর এ যৌথ অভিযান করে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়
উক্ত অভিযানে সর্বমোট ২,৭১,৪৯০/- টাকা মূল্যের বিভিন্ন প্রকারের অবৈধ ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, জব্দ হওয়া হেরোইন ও কসমেটিকস বাজার মূল্য
২২,লাখ ৭১,হাজার, ৪৯০,টাকা।
উদ্ধারকৃত মাদক এর বিষয়ে বিধি মোতাবেক পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।