খোকসা প্রতিনিধি ঃ
কুষ্টিয়ায় খোকসা উপজেলার উচমানপুর ইউনিয়নের উচমানপুর গ্রামে বিএনপির ত্যাগী নেতা শহিদুল ইসলাম শহিদ(মেম্বার) এর বাড়িতে আতংকিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।৭লক্ষ নগদ টাকা সহ ৫ভরি স্বর্নলঙ্কার নিয়ে গিয়েছে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
এই ঘটনার বিষয় শহিদ মেম্বারের পরিবারের মাধ্যমে জানাযায়, পূর্বের শত্রুতার জের ধরে স্থানীয় আওয়ামী দোষর অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিরাজ ও তার জামাই বাবলু মিলিটারির যোগসাজে স্থানীয় প্রশাসন দিয়ে এই হামলার ঘটনা ঘটায়।জামাই বাবুলের বেসমেট কুষ্টিয়াতে পোষ্টিং হওয়ায় সুযোগ কাজে লাগিয়ে তারা এলাকাতে আধিপত্য বিস্তর জন্য এই হামলা চালায়।এর আগেও দফায় দফায় হুমকি দিয়ে আসছিলো।মিরাজ সুকৌশলে আমাদের পরিবারের নামে কিছু দিন আগে কুষ্টিয়া সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ করে আসে।তারই পেক্ষিতে অদ্য ২৫/০৩/২০২৫ইং তারিখ রাতে সুযোগ কাজে লাগিয়ে এই হামলা ও লুটপাট চালায় এবং আমাদের পরিবারের তিনজনকে বিনা অপরাধে সেনা সদস্য গ্রেফতার করে নিয়ে যায়।পরে সকালে নিউজ পত্রিকার মাধ্যমে জানতে পারি দেশিও অশ্র ও বিদেশি পিস্তল দিয়ে গ্রেফতার দেখিয়ে চালান দিয়েছে।রাতে সেনা সদস্যরা আমাদের পরিবারের সকলকে তাড়তে তাড়তে মাঠে নিয়ে যায়। বাড়িতে আমাদের অনুপস্থিত দেখে এই সুযোগে কাজে লাগিয়ে লুটপাটের ঘটনা ঘটায়।
এতে অংশগ্রহন করেন, মিরাজ মিলিটারি ও তার দুই ছেলে রাজিব, হৃদয়,লিয়াকতের ছেলে মাসুদ ও রাজু,তোমেস শেখের ছেলে তোফা মেম্বর,হাসমতের ছেলে বান্না ও আমজাদ হামলার ও লুটপাটে অংশগ্রহন করেন।
দেশীও অশ্র দিয়ে বাড়ি ঘর ভাংচুর ও নগদ ৭লক্ষ টাকা,৫ভরি স্বর্নলঙ্কার লুট করে নিয়ে যায়।
এখন আমরা ও আমাদের পরিবার আতংকের মধ্যে দিন যাপন করছি।কখন যেন সন্ত্রাসী মিরাজ গ্যাং আমাদের উপর আবারো হামলা চালায়।
এবিষয় ভুক্তভোগীর পরিবার কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে এই বিষয় সঠিক তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ জানিয়েছেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page