নিজস্ব প্রতিবেদক : আজ ১২ই অক্টোবর ২০২৪ইং কুষ্টিয়ার উদীয়মান তরুণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল গড়াইনিউজ২৪.কম এবং বহুল প্রচারিত
দৈনিক লালন কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আতিকুর জামান ছন্দ'র জন্মদিন। এই দিনে তিনি কুষ্টিয়া জেলার মজমপুরে তার পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন। বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও কর্মদক্ষতার কারণে কুষ্টিয়ার সর্ব মহলে সুনাম অর্জন করেছেন তিনি। এমনকি তিনি সাংবাদিক অঙ্গনে গুরম্নত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে আতিকুর জামান ছন্দ রেডিও জট্টিল লিঃ এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য ২০০৫ সালে দৈনিক সময়ের কাগজ পত্রিকার মাধ্যমে
আতিকুর জামান ছন্দ'র হাতেখড়ি শুরম্ন হয়। এছাড়াও তিনি কুষ্টিয়া সহ ঢাকার বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন।
বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা অনলাইন এডিটর'স ফোরামের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page