মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদ

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

আজ রবিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা একাডেমির মোর থেকে থেকে শুরু করে, পৌরসভার সামনে হয়ে সরকারি গালস স্কুল বড় বাজার হয়ে শহীদ হাসান চত্বর, থানার সামনে দিয়ে এসপি অফিস কোর্ট মোড় হয়ে ডিসির কার্যালয়ে সামনে হয়ে প্রেস ক্লাবে গিয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এই সময়ে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মোঃ জসেব উদ্দিন এ সময়ে তিনি বলেন, ফিলিস্তিনে গাজার গণহত্যা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে পুরো বিশ্বে মুসলমান জাতি মার খাচ্ছে, নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, একটার পর একটা দেশ হারাচ্ছে, বোমার আঘাতে শহর নগর বন্দর তলিয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো মুসলমান জাতি আল্লাহর দেয়া তওহীদ থেকে সরে গিয়েছে। সমস্ত পৃথিবী আজ দাজ্জালের হাতের মুঠোয়। এমতাবস্থায় মুসলমান জাতি যদি তওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে না পারে তবে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে হেযবুত তওহীদের স্পষ্ট বক্তব্য হচ্ছে,আমাদেরকে সকল দলাদলি মতভেদ ভুলে গিয়ে তওহীদের উপর অর্থাৎ একমাত্র আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানবো না এই কথার উপর ঐক্যবদ্ধ হয়ে দাজ্জালকে মোকাবিলা করতে হবে।

গনসংযোগ কর্মসূচিতে পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ফিলিস্তিন, ইরাক, সিরিয়া–সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর চলমান নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় দলটির চুয়াডাঙ্গা
জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ সাঈদ হোসেনের নেতৃত্বে এই মানববন্ধন পরিচালিত হয়।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন
কুষ্টিয়া অঞ্চলের সহকারী আঞ্চলিক আমীর আইমান আহমেদ কামাল

চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদ এর সাধারণত সম্পাদক মোঃ জুয়েল রানা সদর থানার সভাপতি মোঃ হাসান আলী

সদর থানার সহ সভাপতি আঃ হান্নান মন্ডল,দামুড়হুদা থানা সভাপতি মোঃ কিনারুল ইসলাম, আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুজ্জামান,জীবন নগর থানার সাধারণ সম্পাদক মোঃ জনাব আলী, জেলা দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page