কুষ্টিয়া পৌরসভার ১৯নং ওয়ার্ডে অবস্থিত ২৬নং জগতি সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল সহ দুজন শিক্ষিকার বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের মারপিট,গলাটিপে শ্বাসরোধ করার অভিযোগ উঠেছে। গত ১৬/০২/২০২৪ ইং তারিখে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন ছাত্র ছাত্রীদের অভিভাবক বিন্দু।অভিযোগের পেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার অদ্য ২৫/০২/২০২৫ ইং তারিখে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত প্রতিবেদক টিম পাঠাই বিদ্যালয়ে।এলাকাবাসি,অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দুরা প্রধান শিক্ষক সহ দুজন শিক্ষিকার বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকে তদন্ত প্রতিবেদকদের সামনে।
তদন্ত প্রতিবেদকদের অনুরোধ বিক্ষোভকারী ও অভিভাবক বিন্দু প্রতিবেদক সাথে বৈঠকে বসতে রাজি হন। ১ঘন্টা বৈঠক শেষে অভিভাবকদের আশ্বাস করেন প্রতিবেদকরা ধর্য্যধারন করেন। আপনারা আমাদের উপর দায়িত্ব যখন দিয়েছেন ভাল কি হবে।
এবিষয় কোমল মতি শিক্ষার্থী রোহান,রাফি ও একাধিক ছাত্র ছাত্রীদের সাথে কথা বললে তারা সাংবাদিকদের জানান আমাদের স্যার মাদকাসক্ত, তিনি রুমে মধ্য বিড়ি সিগারেট খাই,আমাদের দিয়ে কিনে আনায়।আমরা এমন প্রধান শিক্ষক চাই না। এই স্কুলের ছাত্র ছাত্রীর অভিভাবকএরা জানাই। আমরা তাকে একাধিকবার নিষেধ করলে তিনি আমাদের কথা কন্যপাত না করে।আমাদের বাচ্চাদের শারিরীক ও মানসিক নির্যাতন চালাই।তাই আমরা বাধ্য হয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করি।
অভিযোগের বিষয় তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত প্রতিবেদক কমিটির কাছে জানতে চাইলে, তারা সাংবাদিকদের জানান আমরা প্রাথমিক তদন্ত করে গেলাম,ঘটনার সত্যতা পেয়েছি।৭কার্য দিবসের মধ্যে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারে মাধ্যমে আপনাদের তদন্ত প্রতিবেদনের বিষয় জানিয়ে দিব।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page