জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন সম্পাদক আতিকুর জামান ছন্দ

নিজস্ব প্রতিবেদন:
জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক, দৈনিক লালন কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও রেডিও জট্টিল এর সিইও আতিকুর জামান ছন্দ। জন্মদিন উপলক্ষে ১২ই অক্টোবর শনিবার সন্ধ্যায় গড়াইনিউজ কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কেক কেটে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আইকন আতিকুর জামান ছন্দ’র জন্মদিন উদযাপন করা হয়। এসময় শুভেচ্ছা বিনিময় করেন রেডিও জট্টিল এর চেয়ারম্যান ফারহানা ফারদিন, জাতীয় দৈনিক রুপবাণী পত্রিকার জেলা প্রতিনিধি রাব্বী আহমেদ, বিডিসংলাপ২৪.কম এর সম্পাদক তারেক বিন আজিজ, দিনের কথা পত্রিকার সম্পাদক আশরাফুল হক টিপু, সবুজসহ অন্যান্য সাংবাদিকদের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা বার্তা, ফুলেল শুভেচ্ছা, অফুরন্ত ভালোবাসা এরকম বার্তা লক্ষ্য করা যায়। এবং আতিকুর জামান ছন্দ’র সুন্দর ভবিষ্যৎ, সুস্থতা, দীর্ঘায়ুও কামনা করেছেন তারা। এদিকে সকলের ভালোবাসায় সিক্ত হয়ে আতিকুর জামান ছন্দ বলেন, আমি আমার বাবার আদর্শ নিয়ে বড় হয়েছি, আজ আমি ছোট বড় সকলের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি সকলের কাছে কৃতজ্ঞ। এভাবেই আজীবন সকলের মাঝে বেঁচে থাকতে চাই, আপনারা সকলেই দোয়া করবেন।