সেলিম রেজা রনিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম। বুধবার ৯ এপ্রিল বেলা সাড়ে ১১ টার সময় দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজার থেকে একটি বিশাল বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালী বের হয়ে এসে তারাগুনিয়া সাবেক সংসদ সদস্য, ৭৫ কুষ্টিয়া-১ ও আহবায়ক,দৌলতপুর উপজেলা বিএনপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাড়িতে ঈদ শুভেচ্ছা সাক্ষাৎকার করেন, যুগ্ন আহবায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক নুসরাত তাবাসসুম। এবং পরবর্তীতে দৌলতখালী বাইতুন-নূর আলিম মাদ্রাসায় যেয়ে জামায়াতে ইসলামী আমীর উপাধ্যক্ষ মাওলানা. মো. বেলাল উদ্দিন তার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা ঈদ পরবর্তী সময় মানুষ জনের সাথে শুভেচ্ছা সাক্ষাৎকার পথসভা গণসংযোগ উঠান বৈঠকের মত সবাই এগুলো করছিলাম কারণ মানুষ জনের সাথে দেখা করা প্রয়োজন এবং মানুষজনের মধ্যে আমাদের সেকেন্ড রিপাবলিক গণপরিষদ এবং জুলাই অভ্যুত্থানের চেতনা সরিয়ে দিয়ার দায়িত্ব প্রতি আমাদের রয়েছে তারই অংশ হিসেবে আজকে আমাদের উপজেলা জাতীয়বাদী দলের আয়বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম। একই সাথে আমি বিশ্বাস করি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের ভিতরে সহযোগিতা সহমর্মিতা পূর্ণতা সম্পর্ক থাকা উচিত তারা আমার এলাকার প্রবীণ রাজনীতিক ব্যক্তিবর্গ তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা আমি আমার দায়িত্ব হিসেবে আমি দেখি।সেখান থেকে তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম পরবর্তীতে এখানে আমি মনে করি আমার এই কাজের মাধ্যমে হিংসার রাজনীতির থেকে মানুষ বের হয়ে এসে একটি সহযোগিতা পণ্য এবং দেশ গড়ার কাজে সকলে সমান ভাবে অংশ নেয়ার একটি প্রচেষ্টা শুরু হবে এবং রাজনৈতিক কালচার বলি মারামারি হানাহানির কালচার সেটা আস্তে আস্তে দূর হয়ে একটি সহযোগিতা পূর্ণ কালচার তৈরি হবে তারই উদ্দেশ্য এখানে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page