বার্তা ডেক্সঃ
জুলাই-আগস্টের ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলার বাদীরা আসামিদের কাছ থেকে টাকা চাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, শুধু বাদী নয় এ অপকর্মে পুলিশ সদস্যরাও জড়িত থাকার অভিযোগ উঠেছে। যারা এমন অপকর্মে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৯ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জুলাই-আগস্টের ঘটনায় মামলা বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, জুলাই-আগস্টে অধিকাংশ মামলা হয়েছে আদালতের নির্দেশে। আদালত থেকে সরাসরি নির্দেশনা ছিল মামলা রুজু করতে। যাদেরকে মামলায় আসামি করা হয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না তারা সবাই জড়িত ছিল।
তিনি বলেন, গুটি কয়েক লোক জড়িত ছিল। বাস্তবে যেটা ঘটছে মামলার বাদী আসামিদের কাছে গিয়ে টাকা চাচ্ছে। এসব আসামিদের ভয়ের কারণ নেই, তাদেরকে গ্রেফতার করবো না। যারা জড়িত শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুইশো আসামিকে গ্রেফতার করার সুযোগ নেই।
ডিএমপি কমিশনার আরও বলেন, মামলার যে বাদী সে ওই সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এজাহারে দুইশো আসামি করেছে। পরবর্তীতে উনি (বাদী) চাঁদাবাজি করবেন বলে।
তিনি বলেন, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আসছে আমার কাছে। পুলিশ সদস্যরাও এসব মামলার আসামিদের কাছ থেকেও অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ঘটনায় মামলার বাদী ও অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযোগে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এরইমধ্যে।
ওসিদের সঙ্গে মাদক কারবারিদের যোগসাজশের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা (সাংবাদিকরা) একটা প্রমাণ নিয়ে আসেন ওই ওসির ভাগ্যে কি ঘটে দেখবেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page