ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফয়সাল ওরফে সয়ফল হোসেন (৪২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) রাত ৮টার আনুমানিক কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের মহাশ্মশান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সে পার্শবর্তী হরিণাকুন্ডু থানার তৈলটুপি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় ইবি থানার পুলিশ আস্তানগর গ্রামের মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর তার তথ্য মতে এই লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় ফয়সাল ওরফে সয়ফল হোসেন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী ইবি থানার ঝাউদিয়া বাজারে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি। এর দুই দিন পর ১৭ নভেম্বর তার ভাই নয়ফল হোসেন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এ ব্যাপারে, হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার নিহতের ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়। এরই সূত্র ধরে ওই এলাকার শ্মশান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড এবং কারা এর সঙ্গে জড়িত সেটি এখনই বলা যাচ্ছে না। একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page