কে এম শাহীন রেজা,
কুষ্টিয়া সদর উপজেলার ১১ মাইলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পার্শ্ববর্তী চারটি ভাতের হোটেল পুড়িয়ে দিয়েছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, এসব হোটেলে ভাতের ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ করা হতো। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (৬ এপ্রিল) বিকেলে একদল এলাকাবাসী ওই এলাকার চারটি ভাতের হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। টিনের বেড়া ও চালা দিয়ে নির্মিত ঘরগুলো মাটিতে মিশিয়ে দেওয়ার পর অগ্নীসংযোগ করা হয়েছে। পুলিশ বলছে, প্রায় দুই বছর ধরে এখানে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। কয়েক দফা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কও করা হয়েছে। কয়েকদিন আগেও চারজনকে ধরে চালান দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা হেকমত আলী বলেন, এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছিল। যারাই এই কাজ (ভাঙচুর-অগ্নিসংযোগ) করেছেন ভালো করেছেন। প্রশাসনের নাকের ডগায় অনৈতিক কাজ হলেও কোনো ব্যবস্থা নেয়নি। যে চারটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তার মালিক ওই এলাকার শেকম মণ্ডল, জাহাঙ্গীর মণ্ডল, হারুন বিশ্বেস ও ওহেদ। তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, কিছুদিন আগেও এসব হোটেল থেকে চার নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হোটেল মালিকদের পঞ্চাশোর্ধ্ব নারীদের হোটেলের কাজে রাখার বিষয়েও বলা হয়। রমজানে হোটেল গুলো বন্ধ ছিল। তিনি আরও বলেন, কারা ভাঙচুর চালিয়েছেন তা শনাক্তের চেষ্টা চলছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page