দৌলতপুরে আরইআরএমপি প্রকল্পের চেক ও সনদ বিতরণ

সেলিম রেজা রনিঃ
কুষ্টিয়া দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের সুবিধা ভোগী নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থ চেক ও সনদ প্রদান করা হয়েছে।(২২ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসব চেক ও সনদ বিতরণ করেন। নিবার্হী প্রকৌশলী কুষ্টিয়া মোঃ আব্দুর রাজ্জাক, এই সময় উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়াদ্দার এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি জনাব ফয়সাল আহমেদ ।এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট ১২০ জনকে প্রায় এক কোটি ৪৬লাখ টাকার চেক ও সনদ বিতরণ করা হয়েছে। পিছিয়ে পড়া নারী, বিধবা বা নারী প্রধান পরিবারের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আর্থ ও সামাজিক উন্নয়নের এই প্রকল্প পরিচালিত হচ্ছে।