সেলিম রেজা রনিঃ
দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’_এই প্রাণবন্ত স্লোগানে কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৫। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজওয়ানুল ইসলাম, এছাড়াও মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়ন থেকে আশা জনপ্রতিনিধিরা ও বিভিন্ন অফিসের কর্মচারী ও কর্মকর্তাগণ, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই ফল মেলায় স্থানীয় কৃষক, নার্সারি মালিক এবং বিভিন্ন কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। মেলায় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তাল, জামরুল, জাম, ও ড্রাগন ফলসহ বিভিন্ন দেশি ফলের সমাহার দেখা যায়। আয়োজকরা জানান, দেশীয় ফলের জনপ্রিয়তা বাড়ানো, পুষ্টি সচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষায় ফল গাছ রোপণে উৎসাহ দেওয়াই ছিল এই মেলার মূল উদ্দেশ্য।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page