বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

দৌলতপুরে বিএনপির শান্তি সমাবেশে জনসমুদ্র শান্তি শৃংখলা বজার রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান বাচ্চু মোল্লার

Reporter Name / ২১৬ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বাধাহীনভাবে সমাবেশ করতে পারায় বিএনপির নেতাকর্র্মীদের পদচারনায় শান্তি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে রেজা আহমেদ বাচ্চু মোল্লা তার বক্তব্যে বলেন, বহু ত্যাগ ও শত শত শহীদ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দানব খুনি স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালানোর পর তার অনুসারী ও দোষরা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের চক্রান্তসহ বিশৃংখলা ও অপপ্রচার চালাচ্ছে। এসব বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

রেজা আহমেদ বাচ্চু মোল্লা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি দেশের মানুষের শান্তি চাই, সম্পৃদ্ধি চাই। দলের নাম ভাঙ্গিয়ে কেউ এলাকায় বিশৃংখলা, হামলা ভাংচুর, হুমকি-ধামকি, দখলবাজি করতে চাইলে তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, খুনি হাসিনার আমলে বিএনপির যে সকল নেতাকর্মী ও ছাত্র-জনতা শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদের পাশে বিএনপি সব সময় থাকবে। কেউ আইন হাতে তুলে নেবেন না। খুনি ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে।

বাচ্চু মোল্লা বলেন, প্রতিপক্ষের ষড়যন্ত্রকারীরা বিভিন্ন এলাকায় বিশৃংখলা সৃষ্টিসহ দলের মধ্যে বিভেদ তৈরী করতে চাচ্ছে। এ বিষয়েও নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়। তিনি বলেন, খুনী, সন্ত্রাসী, চাঁদাবাজদের কোন ভাবেই প্রশ্রয় দেয়া হবে না। দৌলতপুরের মাটিতে এদের সন্ত্রাসীদের জায়গা হবে না।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম, সহ-সভাপতি-শামিম মোল্লা, রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, আকবর আলী, মাহবুব রহমান লস্কর, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শের আলী সবুজ, প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবুল হোসেন ভিপি, সাধারন সম্পাদক ফরজ উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু, সদস্য সচিব রেজানুর রহমান মাসুম, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page