দৌলতপুরে বিএনপির সমাবেশে অনুষ্ঠিত

সেলিম রেজা রনিঃ
কুষ্টিয়া দৌলতপুরে ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কর্মী ও সমর্থকরা ব্যানার ফেস্টুন প্লেকার্ড হাতে মিছিল নিয়ে আসতে থাকেন।
শনিবার (২৮ শে সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে। জনতার বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মথুরাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সুরাত আলী সেন্টুর সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুস, রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক ফরজ উল্লাহ, আহমেদ বাচ্চু প্রমুখ।
রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ‘বহু ত্যাগ ও শত শত শহীদ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালানোর পর তার অনুসারী ও দোষররা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের চক্রান্তসহ বিশৃঙ্খলা ও অপপ্রচার চালাচ্ছে। এসব বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’