দৌলতপুরে বিএনপি অফিসে হামলা ভাংচুর, কর্মীকে পিটিয়ে আহত

মোঃ সেলিম রেজা রনি
কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় জিয়া নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গলের পক্ষে অধিপত্য বিস্তারের জন্য তার ভাতিজা উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক আবিদ হাসান মন্টি সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল বুধবার বিকেলে রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলা বিএনপির নেতাকর্মী তো দুরের কথা তার নিজের রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির কর্মীরা তেমন উপস্থিত ছিলেন না। সমাবেশে সন্তোষজনক নেতাকর্মী উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের ভাতিজা আবিদ হাসান মন্টি স্থানীয় আওয়ামীলীগের ক্যাডারদের সাথে নিয়ে লক্ষিকোলা বাজারে উপস্থিত হয়। সেখানে স্থানীয় বিএনপির অফিসে গিয়ে চাচা মঙ্গল সরকারের পক্ষে আধিপত্য বিস্তারের চেষ্টা করে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখান এবং চাচা শহীদ সরকার মঙ্গলের পক্ষে থাকার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় উপস্থিত নেতাকর্মীদের বের করে দিয়ে অফিস ভাঙচুর ও বন্ধ করে তালা ঝুলিয়ে দেন। এ সময় জিয়াউর রহমান জিয়া নামে এক বিএনপি কর্মী প্রতিবাদ করলে তাকে মারপিট করা হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। এ ধরনের কর্মকান্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
লক্ষিকোলা গ্রামের বিএনপি নেতা মঞ্জু জানান. দৌলতপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে নানা আন্দোলন কর্মসূচীতে অংশগ্রহন করে আসছে। দুর্দিনে তিনি এলাকার বাইরে অবস্থান করেছেন। নেতাকর্মীদের সাথে কোন ধরনের যোগাযোগ রাখেননি। শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই তিনি এলাকায় এসে দৌলতপুরের ঐক্যবদ্ধ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিভেদ তৈরী করছেন।