সচেতন মহলের নিন্দা ও ক্ষোভ
দৌলতপুর প্রতিনিধি।।
মোঃ সেলিম রেজা রনি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির বর্তমান প্রাণপুরুষ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নাম সহ তার পরিবারের লোকজনের নাম উল্লেখ করে কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকা চক্রান্ত কারীদের প্রলোভনে পড়ে নানা ধরনের অপ-প্রচার করতে মরিয়া হয়ে উঠেছে।
বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে উপজেলার চিহ্নিত কিছু কুচক্রী মহল আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মূলত তার নাম ব্যবহার করে তার ছেলে ''আরাফাত রহমান কোকো" ক্রীড়া পরিষদ কুষ্টিয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিশির মোল্লা ও ভাগ্নে "মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক" খসরু মোল্লার নাম উল্লেখ করে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সূত্রপাত পত্রিকায় ষড়যন্ত্রমূলক অপপ্রচারের খবরটি প্রকাশিত হলে মোল্লা পরিবারের লোকজন সহ উপজেলায় বসবাসরত সচেতন নাগরিক সমাজের লোকজনের ভেতরে তৈরি হয় এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া যেখানে অনেকেই উল্লেখ করেছেন এই মোল্লা পরিবারের লোকজন দৌলতপুর উপজেলা বিএনপিকে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে টিকিয়ে রেখেছেন। নেতাকর্মীদের বিপদ আপদে স্বৈরাচার শেখ হাসিনার চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে সর্বদা তাদের পাশে দাঁড়িয়ে রক্ষা করেছেন। সেই পরিবারের বিরুদ্ধে এমন অবন্তর সংবাদ পরিবেশন খুবই দুঃখজনক ও ক্ষোভের বিষয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির বর্তমান কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা জানান,কতিপয় কিছু কুচক্রী মহল আমার সহ আমার পরিবারের মান ক্ষুন্ন করার লক্ষ্যে নানা ধরনের ষড়যন্ত্র ও অপ-প্রচারে লিপ্ত হয়েছে। তারা মনে করছে এ ধরনের অপ-প্রচার করে আমি সহ আমার পরিবারের লোকজনকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করে রাজনৈতিক ফায়দা লুটতে পারবে। কিন্তু তারা এটা মনে করছে না আমি রেজা আহমেদ বাচ্চু মোল্লা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। ষড়যন্ত্র কখনো আমার গন্তব্যের বাধা হতে পারবে না। আমরা দৌলতপুরের সাধারণ জনগণকে নিয়ে একসাথে জনগণের উন্নয়নে কাজ করে চলবো যতই ষড়যন্ত্র বাধা-বিপত্তি আসুক না কেন।
সর্বোপরি দৌলতপুরের সাধারণ জনগণ আমাদের পাশে রয়েছে। আমার পরিবারের বিরুদ্ধে যে সংবাদটি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এই উপজেলার জনগণ জেনে গেছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।
আমি সহ আমার পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সেই সাথে সাংবাদিক ভাইদের বলব বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারও দেশ ও জাতির উন্নয়নে অংশগ্রহণ করবেন। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ বর্জনের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে অংশগ্রহণ করবেন।
শহীদ জিয়া অমর হোক,, খালেদা জিয়া জিন্দাবাদ,, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page