দৌলতপুরে সাবস্টেশনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

সেলিম রেজা রনিঃ
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন দৌলতপুরে জোনাল অফিসের সাবস্টেশনে পাওয়ার ট্রান্সফরমা
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের
(৪৫) মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া সাব স্টেশনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের মধ্যে একটি লাশ পড়ে আছে বলে খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে যায়।
পাওয়ার ট্রান্সফরমা মেশিনের নিচে আর্থিং তারের সাথে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় হয়। পরে পুলিশ নিহদের লাশ উদ্ধার করে। মূলত তার চুরি করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের হাত ও পায়ে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় শত শত উৎসুব জনতা সাবস্টেশনে জড়ো হলেও বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেউ নিহতের পরিচয় সনাক্ত করতে পারেননি।
দৌলতপুর জোনাল অফিসার এজিএম তাওফিকুর রহমান বাচ্চু বলেন, সাবস্টেশনের চতুরদিকে দুই স্তরে দেয়া কাঁটাতারের বেড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে। কয়েকটি পাওয়ার ট্রান্সফরমার মেশিনের তার কাটা হয়েছে। তবে কেটে ফেলা তার ও কাটা কোন যন্ত্র সাবস্টেশনের মধ্যে পড়ে ছিল না। তবে একটা বড় ক্ষতি হওয়ার সম্ভব ছিলো পাওয়ার ট্রান্সফরমার আর্থিং বিলীন হয়ে গিয়েছিল আর বিদ্যুতের জান হলো আর্থিং আমার যদি গ্রাউন্ডিং না থাকে পাওয়ার ট্রান্সফরমা বাস্ট হয়ে যেতে পারত। পাওয়ার ট্রান্সফরমা ওই চোরের বডি দিয়ে কারেন্ট যে পাওয়ার ট্রান্সফরমাটা চালু ছিল তা না হলে পাওয়ার ট্রান্সফরমাটা বাস্ট হয়ে যেত। এবং একটা বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী ও আমাদের এই সমিতির সাবস্টেশন বেঁচে গেছে এখন আমাদের কাজ চলছে কাজ শেষ হলে লাইন চালু করে দেব।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক মনোয়ার রহমান বলেন, এই চক্রে একাধিক ব্যক্তি ছিল। একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।