মোঃ সেলিম রেজা রনি
কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, জেলা বিএনপির সাবেক সভাপতি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের ৩য় বার নির্বাচিত সাবেক এমপি মরহুম হাসানুল হক (পচা)মোল্লার ২১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ১২ই ডিসেম্বর। এ উপলক্ষে বৃহস্পতিবার ১২ ই ডিসেম্বর তারাগুনিয়া মাদ্রাসা এতিমখানায় তারাগুনিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিলাদ মাহফিল দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মরহুম আহসানুল হক পচা মোল্লার জ্যেষ্ঠ পুত্র, সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দৌলতপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা বৃন্দ বিএনপি'র দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেয়। শেষে তবারক বিতরণ করা হয়। এদিকে শুক্রবার বাদ আসর মরহুম আহসানুল হক পচামোল্লার পারিবারিক ভাবে পার্শ্ববতী গঙ্গারামপুর মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page