দৌলতপুরে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

সেলিম রেজা রনি মোল্লা।।
জেলার উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে’
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, জেলার উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি। নাগরিক হিসেবে আমাদের আরও সচেতন হতে হবে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার সময় উপজেলার কনফারেন্স রুমে উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা চেষ্টা করবো এই কুষ্টিয়া জেলাকে এগিয়ে নিতে। কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরের কাজ ফেলে না রাখার নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, কর্মকর্তাকে স্ব স্ব দপ্তরের কাজ স্বচ্ছতা ও দায়িত্বশীলতা সাথে করতে হবে। দৌলতপুরে পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাগিদ দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম তুহিন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,
মাধ্যমিক শিক্ষা কর্মকতা শফিউল ইসলাম, দৌলতপুর গার্লস কলেজে সভাপতির রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আবু সাঈদ মোঃ আজমল হোসেন, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিধি ইয়াকুব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজ উদ্দীন, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম শাহিন, দৈনিক সমকাল এর দৌলতপুর প্রতিনিধি আহামেদ রাজু, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এম এ রাজ্জাক, দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার প্রতিনিধি খন্দকার জালাল উদ্দীন, দৈনিক আজকাল প্রতিনিধি আব্দুল আলিম সাচ্চু, ছাত্র প্রতিনিধি রকিবুল ইসলাম প্রমুখ ।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান দৌলতপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তারণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করেন। এ সময় দেরি হবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসক দাপ্তরিক কাজের অংশ হিসেবে দৌলতপুর থানা, উপজেলা ভূমি অফিস সহ একাধিক সরকারি অফিস পরিদর্শন করেন।