মোঃ সেলিম রেজা রনিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয় অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৩ জনকে আটক করা হয়।
শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর সোয়া ৬টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় দৌলতপুর বিএনপি’র প্রচার সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসের ছেলে ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি, সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই বিএনপি নেতা নজরুল করিম বিশ্বাসের ছেলে যুবদল নেতা আশরাফুল আলম সোহাগ ও মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশী চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড পিস্তুল ও বন্দুকের গুলি এবং ৯টি ককটেল ও ৪টি ম্যাগাজিন সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি (২৪), পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সোহাগ (৩৫) ও জাহাঙ্গীর আলম (৫৫) কে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন জানানা বৃহস্পতিবার মধ্য রাত হতে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আগ্নেয় অস্ত্র বেশ কিছু গোলাবারুদসহ ৩ জনকে আটক করে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page