মোঃ সেলিম রেজা রনি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার আব্দুল হাই সিদ্দিকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কড়া প্রতিবাদ করেছে বিভিন্ন সংগঠন।
বুধবার উপজেলা ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে যৌথ সম্বেলনে ভিত্তিহীন মনগড়া সংবাদের প্রতিবাদ করে যৌথ সংবাদ সম্বেলন করেন দৌলতপুর উপজেলা ইটভাটা মালিক সমিতি, ডায়াগনষ্টিক মালিক সমিতি, দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনপ্রতিনিধি, ও সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্বেলনে দৌলতপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান বলেন, দৌলতপুরে উপজেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দল হাই সিদ্দিকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে তা একেবারে ভিত্তিহীন। দৌলতপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির কাছে কোন চাঁদা চাওয়া হয়নি। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তারা কোন চাঁদা দেননি। একটি কুচক্রিমহল পরিকল্পিত ভাবে এই অনুষ্ঠানকে বিতর্কিত করার জন্য আওয়ামী অনুসারী কিছু সাংবাদিক একটি মনগড়া সংবাদ প্রকাশ করেছেন। এই সংবাদের তীব্র নিন্দা জানান তিনি।
দৌলতপুর ডায়াগনষ্টিক মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান সবুর মোল্লা বলেন, কিছু অনলাইন পোর্টালে দৌলতপুর ডায়াগনষ্টি মালিক সমিতির সভাপতির কাছ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদাবাজি করা হয়েছে বলে যে সংবাদ হয়েছে তার কোন সত্যতা নেই। ব্যাক্তিগত সুবিধা না পেয়ে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে কিছু হলুদ সাংবাদিক এই সংবাদ করেছেন বলেও তিনি দাবী করেন।
দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন বলেন, এবারের স্বাধীনতা দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ব্যাক্তিবর্গ মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন। মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি সকল মুক্তিযোদ্ধাকে পুরস্কার প্রদান করা হয়েছে।
যৌথ সংবাদে সম্বেলনে উপস্থিত দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আকবর আলী ও দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এমএস শাহীন বলেন, এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সুন্দর ও সুশৃংখলতার সাথে অনুষ্ঠান সস্পন্ন হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজি হয়েছে বলে তাদের জানা নেই।
দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এমএ রাজ্জাক বলেন, স্বাধীনতা দিবসের সংবাদে তার নাম উদ্ধৃত করে যে বক্তব্য দেয়া হয়েছে তা সঠিক নয়। সংবাদে তার নাম ব্যবহার করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page