সেলিম রেজা রনিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে দুদকের অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার দুপুরে এলজিইডির একটি নির্মানাধিন রাস্তার কাজে বিষয়ে সরেজমিন তদন্ত করেন দুর্নীতি দমন কমিশন সমন্নিত জেলা কার্যালয় কুষ্টিয়ার কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা সরেজমিন সড়ক পরিদর্শনের করে সড়কের মাপসহ নির্মানকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ইট, বালি, খোয়া পরিক্ষার জন্য সংগ্রহ করেন।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন সমন্নিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে দুদকের একটি টিম উপজেলার আল্লারদর্গা-রিফায়েতপুর সড়কের নির্মানাধিন কাজের বিষয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্নিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক সৈয়দ মাহিদুল ইসলাম ও এলজিইডির দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম। মঙ্গলবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত এ এ অভিযানে সড়কের ইট, প্রস্থ্যের মাপ, গাইডলাইনের মাপ ও মান, ইটবালির থিকনেসসহ কাজের সময়কাল, ঠিকাদার পরিবর্তনের কারণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তদন্ত ও উপকরণের আলামত সংগ্রহ করে। এ সময় স্থানীয়দের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা।
অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্নিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, এই রাস্তাটির বিষয়ে দুদকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এ কারণে রাস্তার বিষয়ে সরেজমিন তদন্ত করা হলো। কাজের মান ও উপকরণ দেখা হয়েছে। পরীক্ষার জন্য নিদিষ্ট কিছু যায়গার ইট ও বালি সংগ্রহ করা হয়েছে।
দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, রাস্তাটির বিষয়ে দুদক কর্মকর্তারা যেসব তথ্য চেয়েছেন সেগুলো সরবারহ করা হয়েছে। রাস্তার প্রস্থ্য, ইটবালির পরিমান, গাইড ওয়ালের মান ও দৈঘ্য-প্রস্থ্য পরিমাম করে তদন্ত কর্মকর্তারা সঠিক পেয়েছেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page