দৌলতপুর থানার মোড়, তারাগুনিয়া আধুনিক চক্ষু হাসপাতাল

মোঃ মিলন আলী
কুষ্টিয়া দৌলতপুর থানার মোড়, তারাগুনিয়া আধুনিক চক্ষু হাসপাতাল, নিয়ে এলো অত্যাধুনিক মানের চক্ষু চিকিৎসা, চক্ষুর জন্য ডিজিটাল মানের হাসপাতাল, এখানে উন্নত মানের ডাক্তার দ্বারা চিকিৎসা এবং চোখের অপারেশন চশমা ও ঔষধ পাওয়া যাবে। শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ১০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে প্রতিদিন চক্ষু ও মাথাব্যাথা রোগী, চোখের ছানি পড়া,ঝাপসা দেখা,নেত্রনালীসহ চোখের যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করা হবে।এছাড়া রেটিনা, গ্লুকোমা ও ফ্যাকো বিশেষজ্ঞরাও রোগী দেখবেন এবং অপারেশন করবেন। উদ্বোধনী দিন ও পরের দিন ফ্রি শতাধিক নারী-পুরুষকে ঢাকা থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা প্রদান করবেন।
পরিচালনায়ঃ সুজন মাহমুদ ও মোঃ শাহিন আহমেদ, থানার মোড়, দৌলতপুর, কুষ্টিয়া।