বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

দৌলতপুর থানা পুলিশের সফল অভিযানে অস্ত্র-গুলি উদ্ধারসহ দুজন গ্রেপ্তার 

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সেলিম রেজা রনিঃ

কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের সফল অভিযানে অস্ত্র গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২নভেম্বর২০২৪)  রাত ৯.৩০ মিনিটের দিকে দৌলতপুর থানার নিয়মিত একটি টহল দল নবাগত এস আই লিংকন সরকারের নেতৃত্বে চুরি ডাকাতি ও মাদক  বহন রোধ কল্পে নিয়মিত অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তিনটি মোটরসাইকেল যোগে একটি চক্রের ছয় জন লোক অবৈধ অশ্রু ও গুলি বহন করছে।

এমন অবস্থায় দৌলতপুর থানার ওসি আউয়াল কবীরের নির্দেশনায় নবাগত এস আই লিংকন সরকারের নেতৃত্বে এসআই মনোয়ার হোসেন, খসরু আলম, অপূর্ব কুমার ঘোষ, মাজেদুর রহমান, নাজমুল হোসেন সহ কনস্টেবল শাকিল হোসেন, নবাব হোসেন, কামাল হোসেন কে নিয়ে অভিযানে তল্লাশি আরো জোরদার করা হয়।

এর কিছুক্ষণ পরে উল্লেখিত মোটরসাইকেল তিনটি উপজেলার কৈপাল গ্রামের হাসু চেয়ারম্যানের বাড়ির সামনে প্রধান সড়ক ধরে কাছাকাছি চলে আসলে পুলিশ কর্তৃক তাদের থামতে নির্দেশনা দেওয়া হয় কিন্তু দুইটি মোটরসাইকেল না থেমে মোটরসাইকেলের  গতি বাড়িয়ে কৌশলে পাশ কেটে চলে যাই।

পরে পেছনে থাকা মোটরসাইকেলে দুইজন আরোহীকে বেরিকেট দিয়ে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তাদের কাছে সুকৌশলে রাখা একটি সিগারেটের প্যাকেট হতে ১৩ পিচ পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয় এরপরে আরো অধিকতর জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্য অনুসারে হোসেনাবাদ বাজার পার হয়ে মাদ্রাসা মোড় সংলগ্ন বাগানের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেল সহ ওই দুই আরোহীকে আটক করে দৌলতপুর থানায় এনে গ্রেফতার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতারা হলেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি গ্রামের তারু মন্ডলের ছেলে  সুমন হোসেন (২৬)ও চারু মন্ডলের ছেলে ছোটন আলী (২২)।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আউয়াল কবীর বলেন, গতকাল মঙ্গলবার রাতে দৌলতপুর থানার একটি টহল দল মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের জৈনক হাসু চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর নিয়মিত ওয়ারেন্ট তামিল অস্ত্র , মাদক ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান পরিচালনাকালে তিনটি গাড়ির গতিরোধ করে তার মধ্যে দুইটি গাড়ি কৌশলে পাশ কাটিয়ে চলে যাই ও একটি গাড়িতে থাকা দুইজন আরোহী কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থাকা ১৩ পিচ পিস্তলের তাজা গুলি ও তাদের নির্ধারিত জায়গায় রাখা একটি ওয়ান শুটার গান উদ্ধার করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটির জব্দ করে তাদের গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে দৌলতপুর থানায় গ্রেপ্তারকৃত দুইজন ও অজ্ঞাতনামা চারজনের নামে এস আই লিংকন সরকার বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আন্দোলনের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page