মোঃ সেলিম রেজা রনি
দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর মরিচা ইউনিয়নের কোলদিয়া গ্ৰামের মজনু সর্দার এর ভাটা পাশের পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর ) দুপুরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়। উদ্ধার হওয়া অজ্ঞাত ওই পুরুষের লাশ প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। ঈশ্বরদী নৌপুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠিয়েছে।
ওই ব্যক্তির উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঈশ্বরদী নৌপুলিশের এস আই সেকেন্দার বলেন, সংবাদ পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করবে। এ ছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। লাশটি উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page