দৌলতপুর ভুল চিকিৎসায় ও প্রতিষ্ঠানের অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ

সেলিম রেজা রনিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার আনুমানিক সকালে দিকে উপজেলার আল্লারদর্গা আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতলে কুলসুম খাতুন (৩৫) নামে ওই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৪এসেপ্টেম্বর) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কুলসুম খাতুন সন্তান প্রসব করানো হয়।
পরে প্রসূতির অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রক্ত শূন্যতা দেখা দেয়। একঘন্টা পরে তাকে আবার সিজারিয়ান রুমে নেয়া হয় রোগীর অবস্থা খারাপ দেখে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে প্রসূতির মৃত্যু হয়। মৃত কুলসুম খাতুন উপজেলার রিফাতপুর ইউনিয়নের লক্ষ্মী খোলা গ্রামের রাহান শাহ স্ত্রী।
নিহতের দেবর রায়হান অভিযোগ করে বলেন, আল্লারদর্গা
আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতলে ভুল চিকিৎসায় আমার ভাবি মারা গেছে। একই ঘটনা এর আগেও ঘটেছে। ভুল চিকিৎসায় আমার আর এক স্ত্রীর ছোট বোন মৃত্যু হয়েছিল, তিনি সুষ্ঠু বিচার ও হাসপাতলের ডাক্তারের শান্তির দাবি করেন।
এ বিষয়ে সিজারিয়ান ডাক্তার মোঃগোলাম রসুল বলেন রোগীর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে এ রেফার্ড করা হয়েছেন।
এ ঘটনার বিষয়টি নিয়ে আল্লারদর্গা আনোয়ার বিশ্বাস মা ও শিশু হাসপাতালের কর্তৃপক্ষের সাথে একাধিক যোগাযোগ করলে কর্তৃপক্ষে জানান রোগীর অবস্থা খারাপ দেখে তাৎক্ষনিক রোগীকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় পরে জানতে পারি সেখানে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দৌলত থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।